চিকিৎসাধীন অবস্থায় সন্তান জন্ম দেয়া দগ্ধ কুলসুম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১১:৫৭| আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১২:০৩
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ কুলসুম আক্তার (২৬) মারা গেছেন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

১২ মার্চ সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় একটি বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন কুলসুম। এর পর তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্তান জন্ম দেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন কুলসুম একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান ডেলিভারি হওয়া শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

কুলসুম আক্তারের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘আমরা মাসদাইর এলাকায় একটি ১০ তলা বাসার ৬ তলায় থাকতাম। ১২ মার্চ সন্ধ্যায় বাসায় বিস্ফোরণ হয়। ঘটনার সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আমার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা