মহেশপুরে স্কুলছাত্রী অপহরণের ১০ দিন পর উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৫:০৮
অ- অ+

ঝিনাইদহের মহেশপুরে অপহরণের ১০ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয়। গত ১৪ মার্চ হৃদয়সহ ৪-৫ জন মিলে মেয়েটিকে অপহরণ করে। পরে কুমিল্লায় আত্মগোপন করে হৃদয়।

এদিকে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৬ মার্চ মহেশপুর থানায় একটি মামলা করেন তার বাবা।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তারা কুমিল্লা থেকে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এখন আইনিভাবে ভিকটিমকে আদালতে পাঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা