মহেশপুরে স্কুলছাত্রী অপহরণের ১০ দিন পর উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে অপহরণের ১০ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয়। গত ১৪ মার্চ হৃদয়সহ ৪-৫ জন মিলে মেয়েটিকে অপহরণ করে। পরে কুমিল্লায় আত্মগোপন করে হৃদয়।
এদিকে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৬ মার্চ মহেশপুর থানায় একটি মামলা করেন তার বাবা।
মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তারা কুমিল্লা থেকে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এখন আইনিভাবে ভিকটিমকে আদালতে পাঠানো হচ্ছে।
(ঢাকাটাইমস/২৩মার্চ/এআর)

মন্তব্য করুন