দুই ছেলের পর এবার মেয়ের বাবা হলেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ০৮:৪০
অ- অ+

রমজান মাস শুরুর আগের দিন সুখবর দিলেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। যিনি একসময় বলিউড কাঁপিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আতিফ জানালেন, তিনি তৃতীয়বার বাবা হয়েছেন। নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত গায়ক।

আতিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার হৃদয়ের নতুন রানি এসে গেছে’। অর্থাৎ, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। গত কয়েক মাস ধরেই আতিফের স্ত্রী সারা ভারওয়ানার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তা নিয়ে কিছুই জানাননি আতিফ।

এদিন মেয়ের প্রথম ঝলকও ফেসবুকে শেয়ার করেন আতিফ। যদিও মুখ প্রকাশ্যে আনেননি। ‘বিউটি স্লিপ’ স্টিকারে ঢাকা মেয়ের মুখ, গোলাপি পোশাকে ধরা দিয়েছে একরত্তি। একই রঙা ব্ল্যাঙ্কেটে শুয়ে রয়েছে সে। মাথায় বাঁধা সাদা রঙের বো। দু-হাত মুঠো করে ঘুমাচ্ছে।

বৃহস্পতিবার মেয়ের প্রথম ঝলক শেয়ার করার পাশাপাশি তার নামও প্রকাশ্যে এনেছেন আতিফ। হালিমা আতিফ আসলাম- এই নামই মেয়ের জন্য বেছে নিয়েছেন গায়ক। আরবি শব্দ হালিমা। এর অর্থ হলো উদার এবং ধৈর্যশীল।

আতিফ লেখেন, ‘অবশেষে অপেক্ষার অবসান… আমার হৃদয়ের নতুন রানি এসে গেছে। সারা আর বাচ্চা দুজনেই একেবারে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আপনাদের প্রার্থনায় আমাদের মনে রাখবেন। রমজানের শুভেচ্ছা হালিমা আতিফ আসলামের তরফ থেকে।’

মেয়ের বাবা হওয়ার খবর সামনে আনার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন আতিফ। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন গায়ককে। শরদ মালহোত্রা, স্টেবিন বেন, ওমর রানাসহ ভারত-পাকিস্তানের বহু শিল্পীই আতিফকে অভিনন্দন বার্তা জানিয়েছেন।

লাখো তরুণীর হৃদয় ভেঙে ২০১৩ সালের মার্চ মাসে সারা ভারওয়ানাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। বড় ছেলের নাম আবদুল আহাদ (২০১৪) এবং ছোট ছেলের নাম আরিয়ান আসলাম (২০১৯)।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
সখীপুরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা