চেতনার নামে মুক্তিযুদ্ধের বাংলাদেশ লুট করা হয়েছে: নঈম জাহাঙ্গীর

মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশকে লুট করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব ও গণপরিষদ আন্দোলনের সমন্বয়ক নঈম জাহাঙ্গীর।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া এ বাংলাদেশ। এ দেশকে লুট করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে। আর লুট করা সম্ভব হয়েছে কারণ মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে দেশ গঠনে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের সুযোগ না দেয়া। মুক্তিযুদ্ধের জেনারেশন এর সময় শেষের দিকে। এখনকার জেনারেশনকে এগিয়ে আসতে হবে দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে।
শনিবার বিকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে 'স্বাধীনতার ৫২ বছরপূর্তি: মুক্তিযোদ্ধাদের আশা-আকাঙ্ক্ষা ও বর্তমান বাস্তবতা' শিরোনামে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও মুক্তিযোদ্ধা শেখ বাতেন, রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, ৭১ সালের আগে বাংলাদেশে যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্য মুক্তিযুদ্ধের মধ্যেই প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনায় মুক্তিযোদ্ধাদের বিভক্ত করার মাধ্যমে দেশকে চিরস্থায়ী বিভক্তির দিকে ঠেলে দেয়া হয়েছিল। মহান স্বাধীনতা দিবসে আমাদের কর্তব্য হচ্ছে, বিদ্যমান বিভক্তিকে পরাজিত করে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এই স্বৈরতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ বাতেন বলেন, যারাই ক্ষমতায় এসেছে একবার এমপি হলে আর ৫০ বছরে কামাই করা লাগে না। এই যে রাজনীতিকে সম্পদ বানানোর হাতিয়ার বানানো হয়েছে এই অবস্থা দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। সংবিধানে ভালো ভালো অনেক কথা থাকার পরেও সেগুলো শাসকদের মানানোর ব্যবস্থা করা যায়নি। সংবিধানকে সংস্কার করে প্রথমত সরকারকে বাধ্য করার ব্যবস্থা করতে হবে।
রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, আমরা মানুষের সার্বিক মুক্তির যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সে আশা সার্বিকভাবে পূরণতো হয়ইনি বরং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বিরুদ্ধে একটা গণবিরোধী কলোনিয়াল রাষ্ট্র আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়। বর্তমান বাংলাদেশের তরুণদের এগিয়ে এসে এই শোষণবান্ধব রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে বাংলাদেশকে উদ্ধার করতে হবে।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
(ঢাকাটাইমস/২৬মার্চ/জেবি/ইএস)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায়: সজীব ওয়াজেদ জয়

সরকারের দমননীতির কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: জামাল হায়দার

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করলেন সাজু

আহত আইনজীবীদের দেখতে হাসপাতালে রিজভী

আমেরিকার ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে: জিএম কাদের

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুগদা-খিলগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ফিরোজায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত

বিশ্বের ধনাত্মক জিডিপি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয়: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সংকটকাল উতরাতে পেরেছে: লুৎফর রহমান
