বিএসটিআইয়ের সিল নকল করে জুসসহ বিভিন্ন শিশুখাদ্য বিক্রি হচ্ছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৮:৩৪

রাজধানীর বেরাইদের মথুরাটেকের কবরস্থান রোডে কুয়াশা ইন্ড্রাস্টিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অবস্থান। সেখানে জুস, চকো চকো, লিচি, অরেঞ্জ ড্রিংকসহ বিভিন্ন মুখরোচক শিশুখাদ্য বানিয়ে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। পাশাপাশি সেখানে খোলা তেলকে বোলতজাত, ফ্লোর ক্লিনিং, গ্লাস ক্লিনিংসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছিল।

তবে পণ্যগুলোর ওপরে ব্যবহার করা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সিলটি ছিলো নকল। শিশুপণ্যগুলো ক্ষতিকর কেমিক্যাল এবং রং ব্যবহার করে উৎপাদন করা হচ্ছিলো।

সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অভিযান চালায় প্রতিষ্ঠানটিতে। অভিযানে ধরা পড়ে বিষয়গুলো।

বিএসটিআইয়ের উপ-পরিচালক মোহাম্মদ রিয়াজুল হক বলেন, কুয়াশা ইন্ড্রাস্টিজ লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটিতে জুস, চকো চকো, লিচি, অরেঞ্জ ড্রিংসসহ বিভিন্ন মুখরোচক শিশুখাদ্য বানিয়ে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে আমরা অভিযান চালাই। অনুসন্ধান করে দেখেতে পাই এই প্রতিষ্ঠানটি আমাদের কাছ থেকে কোনো অনুমোদন না নিয়েই মানহীন এসব পণ্য উৎপাদন করে বাজারজাত করছিলো।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব সরকার বলেন, কুয়াশা ইন্ড্রাস্টিজ লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটি কোনো অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের সিল ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করছিলো। এর দায়ে এই প্রতিষ্ঠানের মালিক মিলন মিয়াকে নয় লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস জেল খাটার শাস্তি দেওয়া হয়েছে।

অভিযানে গোডাউনে পাওয়া বিপুল সংখ্যক পণ্য নষ্ট করে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

দুই দফায় রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার

এনআইডি প্রকল্পের কর্মকর্তা দিতেন তথ্য, কার্ড বানিয়ে আয় কোটি টাকা

রিমান্ডে অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন: ডিবি 

পুলিশ হেফাজতে মৃত্যু: যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা

বেইলি রোডের আগুন: কাচ্চি ভাইয়ের মালিক সিরাজ গ্রেপ্তার, দুই দিনের রিমান্ডে

নাপিত-হকার মিলে বানায় খাওয়ার স্যালাইন, ৪০ শতাংশ কমিশনে কিনে ডিলাররা

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী আবুল কাশেমের বিরুদ্ধে দুদকের মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :