পুলিশের চার কর্মকর্তা অবসরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ২১:১৪
অ- অ+

সরকারি চাকরি থেকে অবসরে গেলেন পুলিশের চার কর্মকর্তা। তাদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, দুই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি অনুয়ায়ী পুলিশের এই চার কর্মকর্তার ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

এসব কর্মকর্তাদের মধ্যে- সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু যাহিদকে ১৬ মার্চ, গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান খানকে ২৪ মার্চ, রাজশাহী আরআরএফ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সফিউল আলম ১৭ মার্চ এবং রাজশাহীর সারদা পুলিশ একাডেমির সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রুহুল আলমকে ৩১ মার্চ অবসরে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা