কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা কান্দিউরা ইউনিয়নের তেতুলিয়া-পালড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান (৭) তেতুলিয়া গ্রামের রাজমিস্ত্রী বাবুল মিয়ার ছেলে। সে তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম বাবুল সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
কেন্দুয়া থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলী জানান, নিহতের অভিভাবকের সিদ্ধান্তেই পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

মন্তব্য করুন