লালবাগে কাভার্ডভ্যানচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ১২:০৩| আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৩:৩৪
অ- অ+

রাজধানীর লালবাগে কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে লালবাগে একটি গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আখতার (২৭) বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরে থাকতেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, নিহত ছাত্রী সানজিদাকে গার্মেন্টসের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও জানান, ওই শিক্ষার্থী রাতে ধানমন্ডি থেকে উবারে চালিত একটি মোটরসাইকেলে করে কামরাঙ্গীরচর যাচ্ছিলেন। লালবাগ এলাকায় পৌঁছার পর একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান।

এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন। এছাড়া মোটরসাইকেলের চালককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা