বগুড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

বগুড়ায় আলী আজম (৫৭) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদ খোকন পার্কে এ ঘটনা ঘটে।
আলী আজম বগুড়া সদর উপজেলার বুজুরগ বাড়িয়া এলাকার আব্দুস সামাদ সাকিদারের ছেলে।
বিষয়গুলো নিশ্চিত করে বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বলেন, শহীদ খোকন পার্ক থেকে কিছু কলেজছাত্র আলী আজমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলি আজমের মুখ থেকে গ্যাস জাতীয় ওষুধের গন্ধ আসছিল। তবে ময়নাতদন্ত শেষেই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২এপ্রিল/এআর)

মন্তব্য করুন