ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৩, ১৭:৫১
ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি ও ১৪ বছর করাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
রবিবার দুপুরে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
র‍্যাবের একটি সূত্র জানায়, শনিবার বিকাল চারটার দিকে রাজধানীর ডেমরা এলাকায় একটি অভিযান চালায় র‍্যাব। অভিযানে ঠাকুরগাঁওয়ের সদর থানার মাদক মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আবুল কালাম আজাদের বরাত দিয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তার নামে ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়। পরবর্তীতে তিনি নিজেকে আত্নগোপন করে দেশের বিভিন্ন এলাকায় আবারও মাদক চোরাকারবারি শুরু করেন।
একপর্যায়ে তার নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। পরে তিনি রাজধানীর ডেমড়া এলাকায় আত্নগোপন করে পলাতক জীবন যাপন শুরু করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. আবুল কালাম আজাদ ঠাকুরগাঁও জেলার সদর থানার লক্ষীপুর গোয়ালপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
(ঢাকাটাইমস/০২এপ্রিল/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :