ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা ক্ষুব্ধ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১১:১৫ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৩, ১১:০০

স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ছে বঙ্গবাজার মার্কেট। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিট। তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রথম থেকে আগুন নিয়ন্ত্রণে অবহেলা করেছে ফায়ার সার্ভিস। এতে ক্ষুব্ধ হয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা চালিয়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

ঢাকাটাইমস প্রতিবেদক জানিয়েছেন, এ সময় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। প্রথমে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হামলাকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ সদস্যরা ধাওয়া দিলে বিক্ষুব্ধরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় মাইকে বলা হয়, ফায়ার সার্ভিস দেশের জাতীয় সম্পদ, এগুলো যেন কেউ নষ্ট না করে।

তারপরও বিক্ষুব্ধরা যে যার মতো ফায়ার সার্ভিসের ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।

পুলিশ বলছে, বেশ কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি ফায়ার সার্ভিস ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ভবনের কয়েকটি গ্লাস ভেঙে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুকের দাবি, ‘আমরা সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ৫০টি ইউনিট কাজ করছে। সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীও যুক্ত হয়েছে।’

জানা গেছে, ভয়াবহ এ আগুনের ঘটনায় চার হাজারেরও বেশি দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে। যদিও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ বিভিন্ন বাহিনী।

মার্কেটের দোকানিরা জানান, প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনেও ছড়িয়ে পড়েছে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অন্যদিকে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সমস্যা জটিল করছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলীর জানাজা বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে

কারখানা বন্ধের প্রতিবাদ: বনানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, চলাচলে ভোগান্তি

আজ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

আজ থেকে বাড়ছে ট্রেনভাড়া, জানুন কোন রুটে কত

এখনই মিলছে না মুক্তি, আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস

লিফট কিনতে ফিনল্যান্ড যাচ্ছেন ঢাবির উপ-উপাচার্য!

আজ খুলছে স্কুল-মাদরাসা, ২৫ জেলায় বন্ধ

হজযাত্রায় সংকটে যাত্রীরা, ভিসা জটিলতায় তৈরি হচ্ছে অনিশ্চয়তা

চলতি মাসেও বেশি থাকবে তাপমাত্রা, বৃষ্টিপাত বেড়ে বন্যার শঙ্কা

স্মার্ট বাংলাদেশ গড়তে খ্রিষ্টান সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: ধর্মমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :