বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখা থেকে আশরাফুল ইসলামকে অব্যাহতি

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস আর রাষ্ট্রদূতকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন নেতিবাচক লেখালেখি ও অপপ্রচার চালানোয় মো. আশরাফুল ইসলাম সংগ্রামকে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সহ-সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফ্রান্সে বাংলাদেশ ভিত্তিক সংগঠনটির কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়া জামিলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. আশরাফুল ইসলাম সংগ্রাম প্যারিসে রাষ্ট্রদূত এম তালহাকে নিয়ে সোস্যাল মিডিয়াতে বিভিন্ন নেতিবাচক লেখালেখি এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক তথ্য সোস্যাল মিডিয়াতে প্রচার করছেন।
তার এসব কর্মকাণ্ডের কারণে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ প্রশ্নবিদ্ধ হচ্ছে বিধায় মো. আশরাফুল ইসলাম সংগ্রামকে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
ভবিষ্যতে মো. আশরাফুল ইসলাম সংগ্রামের এই ধরনের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কোনো ভাবেই দায়ভার গ্রহণ করবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৬এপ্রিল)

মন্তব্য করুন