এনজিও কর্মী গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাগেরহাটে ফকিরহাটে এক এনজিও কর্মীকে গণধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙা ও মেহেরপুর জেলার সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আসামির নাম ফিরোজ নিকারী (২৯)। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট খাজুরা গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ বদরুদ্দোজা দুপুরে এই প্রতিবেদককে বলেন, ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়ামাইট কুমড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন এক নারী এনজিও কর্মী। ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে কৌশলে একদল লোক তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন কানের দুল ছিনিয়ে নেয়। পরে তারা ওই নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে এবং তা মোবাইলে ভিডিও ধারণ করে। তারা এই ধর্ষণের ঘটনা কাউকে জানালে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তারা চলে যায়।
এই ঘটনার পরদিন ওই নারী বাদী হয়ে ফকিরহাট থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে একটি মামলা করেন। ফকিরহাট থানা পুলিশ মামলার তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত সোমবার ১০ এপ্রিল বাগেরহাট আদালতের বিচারক অতরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল ইসলাম তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালত সেই সাথে প্রত্যেক আসামি এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়। এর মধ্যে ফিরোজ নিকারী ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। অন্য দুজন বাগেরহাট জেলা কারাগারে আটক রয়েছেন। আদালত সাজা ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি ফিরোজ ধরতে তৎপর ছিল। গোপণ খবরে বৃহষ্পতিবার রাতে ফিরোজকে চুয়াডাঙা ও মেহেরপুর জেলার সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে ফিরোজকে ফকিরহাট থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে জেলা কারাগারে পাঠিয়েছে।
(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এসএ)

মন্তব্য করুন