মামলার জট ছাড়াতে আরও বিচারক নিয়োগ করা হবে: প্রধান বিচারপতি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৩, ১৫:৪৫
অ- অ+

মামলার জট ছাড়াতে আরও বিচারক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, দেশে জুডিশিয়াল কেসের সংখ্যা আছে ৩৫ লাখ আর বিচারকের সংখ্যা ২ হাজার। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই মামলার জট ছাড়াতে আমরা আরো বিচারক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রসেস এগিয়ে যাচ্ছে। বিচারকের সংখ্যা বেড়ে গেলে ইনশাআল্লাহ আস্তে আস্তে মামলার জট কমে আসবে।

রবিবার দুপুর ১টায় রাজবাড়ী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক ( সার্বিক) সূবর্ণা রাণী সাহা, সিনিয়র সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম।

এর আগে বেলা ১২টার দিকে প্রধান বিচারপতি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌছালে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে দুপুর দেড়টায় রাজবাড়ী জেলা জজ আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ।

মতবিনিময় শেষে তিনি রাজবাড়ী ন্যায়কুঞ্জ নির্মাণের স্থান পরিদর্শন করেন। এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশে রাজবাড়ী ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা