চুয়াডাঙ্গায় আগুনে সাড়ে ৩০০ বিঘা জমির ফসল পুড়ে ছাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৩, ১৬:৪৭
অ- অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে আগুন লেগে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খাদিমপুর-বানাত খাল, শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টা ক্ষেতে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার বলেন, খাদিমপুর-বানাত খাল, শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টা ক্ষেতে কেউ আগুন ধরিয়ে দেয়। এতে সাড়ে ৩০০ বিঘা জমিতে থানা ভুট্টা ও পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ক’এক ঘণ্টার কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্তব্যরতরা বলেন, বেলা ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে দুই ইউনিট ও আলমডাঙ্গা থেকে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা