মুন্সীগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন মনফালকনের ইফতার মাহফিল

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩, ২০:২১
অ- অ+

প্রতি বছরের ন্যায় এবারও মনফালকনে শহরের দুইটি মসজিদে প্রায় দুই হাজার রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের মনফালকনে। রবিবার আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাজারুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক মাসুদ রানা রশিদ-এর পরিচালনায় ইফতার পূর্বে বয়ান পেশ করে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন আবুবকর মসজিদের ইমাম মিজানুর রহমান।

রোজাদারদের স্বাগত জানিয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ পারভেজ ও সভাপতি এবং সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন এবং উপস্থিতিদের কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা তারা মিয়া সিনিয়র সহসভাপতি আকবর পাপন, সহসভাপতি ইব্রাহিম হোসেন (সাগর), জামাল মিয়া, আল আমিন দিদার, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন, কোষাধ্যাক্ষ মোক্তার খান, সাইদুর রহমান প্রচার সম্পাদকসহ মনফালকনে শহরের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা