রামপালে বিপুল পরিমাণ কপার ক্যাবলসহ চোর আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ১৮:৩৯

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে বি-১ পোস্টের পাশ থেকে এক হাজার ১০০ কেজির বেশি কপার ক্যাবলসহ চোর চক্রের একজন সদস্যকে আটক করেছে রামপাল ক্যাম্পের আনসার ৩ ব্যাটালিয়ন। আটককৃতের নাম মো. রবিউল ইসলাম। উদ্ধার হওয়ার কপার ক্যাবলের দাম ১৬ লাখ ৫০ হাজার টাকা ।

বুধবার দুপুরে আনসারের ৩ ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার ৩ আনসার ব্যাটালিয়নের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বুধবার তাপ বিদ্যুৎ কেন্দ্রের এলাকার ভেতর থেকে বি-১ পোস্টের আশেপাশে এলাকা থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় এবং কোম্পানী কমান্ডার রাজিব হোসাইনের নেতৃত্বে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আনসারের একটি চৌকশ আভিযানিক দল বিদ্যুৎ কেন্দ্রের পশুর নদীর পাড়ে অবস্থান নিয়ে বি-১ পোস্টে পাশের এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে চোর চক্রের সদস্যদের তাড়া করলে ১" চওড়া কালো কভার যুক্ত ১২ পিচের আনুমানিক এক হাজার ১০০ কেজির বেশি কপার ক্যাবলসহ মো. রবিউল ইসলাম নামের একজন চোরচক্রের সদস্যকে আটক করা হয়।

আনসার ৩ ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া করা হবে । আর ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা করা হয়েছে।

আটক মো. রবিউল ইসলাম বাগেরহাট জেলার রামপাল থানার ছয়রাবাদ গ্রামের বদরুজ্জামানের ছেলে।

২০২২ সালের মে মাস থেকে আজ পর্যন্ত ৫৭ টির বেশির অভিযানে প্রায় ৬৭ লাখ ৬৮ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল ও ৪৮ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, নিষেধাজ্ঞা দিয়ে কোনো ফল হবে না: হানিফ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম

রাঙ্গাবালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হরিণাকুণ্ডু পৌরমেয়রের সংর্বধনা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ, স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি

জনবল ও সরঞ্জাম সংকটে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশে যৌথ প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন চালাবে এনডিআই ও আইআরআই

এই বিভাগের সব খবর

শিরোনাম :