তাড়াশে ভাই-বোনদের সঙ্গে মারামারির পর যুবকের আত্মহত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩, ১২:৩৮| আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৪:০১
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাই ও বোনদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মারামারির পর শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তিনি উপজেলার বারুহাস ইউনিয়নের পালাশী গ্রামের মৃত.এলাহী বক্সের ছেলে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের পালাশী গ্রামে এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার এসআই আব্দুল মমিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে বুধবার সকালে পলাশী গ্রামের শহিদুল ইসলামের সাথে তার ভাই হাজামত আলী, ভাতিজা স্বপন আহমেদ, বোন জুলেখা খাতুন ও সানোয়রা খাতুনের ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ভাই-বোনদের ওপর অভিমান করে দুপুরের দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক জানান, পারিবারিক বিরোধের জের ধরে সকালে পলাশী গ্রামের শহিদুল ইসলামের সঙ্গে ভাই-বোনদের ঝগড়া হয়। এতে ক্ষোভ ও অভিমানে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। পরে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার নিয়ে যায় পুলিশ।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, বুধবার রাতে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা