খুন-জখমের শিকার ৯ নেতাকর্মীর পরিবার পেল বিএনপির ঈদ উপহার

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩, ১৫:২৪
অ- অ+

বিগত ১৫ বছরে ময়মনসিংহ বিভাগে বিএনপির আন্দোলন সংগ্রামে খুন ও জখমের শিকার হওয়ায় ৯ নেতাকর্মীর পরিবারে ঈদ উপহার পাঠিয়েছে বিএনপি। এতে স্বজনহারা এই পরিবারগুলোতে ঈদ আনন্দ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ২টায় ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন দপ্তরের দ্বায়িত্বপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

খুন ও জখমের শিকার হওয়া এই নেতাকর্মীরা হলেন- গফরগাঁও মশাখালি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সহসভাপতি মাওলানা একেএম সিরাজুল ইসলাম, ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাচ্চু, গফারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপিনেতা আতিকুল ইসলাম বাবুল, একই উপজেলার বাড়বাড়িয়া এলাকার সফিউল্লাহ, ফুলবাড়ীয়ার বিএনপিনেতা আব্দুর রশিদ।

এছাড়াও কিশোরগঞ্জ নিকলি সিংপুর এলাকার বিএনপিকর্মী কাঞ্চন মিয়া, সরচাপুর ইউনিয়নের বিএনপিকর্মী শহীদুল ইসলাম শহীদ, রামদি বাগপাড়া এলাকার হাসান আলী এবং হোসেনপুর উপজেলার বিএনপি কর্মী মোস্তাক আহম্মেদ।

গত কয়েক দিনে পর্যায়ক্রমে দ্বায়িত্বপ্রাপ্ত নেতারা এই ঈদ উপহার পৌঁছে দিয়েছেন জানিয়েছে সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় স্বজনহারা পরিবারের সদস্যরা বিএনপির র্শীষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় দেশে বিদ্যমান জনদুর্ভোগ নিরসনে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সবাইকে শামিল হবার আহ্বান জানিয়ে বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, বিগত ১৫ বছরের লড়াই সংগ্রামে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হওয়া নেতাকর্মী ও সমর্থকদের আত্মত্যাগ বৃথা যাবে না। অচিরেই এক দফার চূড়ান্ত আন্দোলনে গণতন্ত্র ও ভোটাধিকার হরনকারী স্বৈরাচার সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
সখীপুরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা