রাজস্থানকে হারিয়ে জয়ে ফিরল লখনৌ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩, ১৬:০০
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বুধবার রাতের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে জয়ে ফিরল লখনৌ সুপার জায়ান্টস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে লখনৌ। জবাবে খেলেতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানেই গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস।

জয়পুরে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে লখনৌকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থান রয়্যালসের দলনেতা জস বাটলার। ৬৪ বল খেলে উদ্বোধনী জুটিতে লখনৌকে ৮২ রান এনে দেন দুই ওপেনার অধিনায়ক লোকেশ রাহুল ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। ৩২ বলে ৩৯ রান করে রাহুল ফিরলেও, হাফ-সেঞ্চুরি তুলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে ৫১ রান করে আউট হন মেয়ার্স।

দুই ওপেনারের দুর্দান্ত শুরুটা পরের দিকের ব্যাটাররা ধরে রাখতে না পারলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানের মামুলি সংগ্রহ পায় লখনৌ। পরের দিকে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ২১ ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ২০ বলে ২৯ রান করেন। রাজস্থানের রবীচন্দ্রন অশ্বিন ২টি উইকেট নেন।

জবাবে রাজস্থানকে ৬৯ বলে ৮৭ রানের সূচনা এনে দেন ইংল্যান্ডের জশ বাটলার ও যশস্বী জয়সওয়াল। ৪টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে ৪০ রান করেন বাটলার। ৩৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করে আউট হন জয়সওয়াল। দুই ওপেনারের দেখানো পথে মিডল অর্ডার ব্যাটাররা হাটতে না পারলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানে থেমে গেলে হ্যাট্টিক জয়ের পর হারের স্বাদ পায় রাজস্থান।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা