কোহলির নেতৃত্বে ব্যাটিংয়ে বেঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের প্রথম ম্যাচের শুরুতে টস জিতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাঞ্জাব কিংসের দলনেতা স্যাম কুরান। বেঙ্গালুরুর নেতৃত্বে ফিরেছেন বিরাট কোহলি।
পাঞ্জাব একাদশ:
আথার্ভ তাইদে, হারপ্রিত ভাটিয়া, ম্যাথিউ শর্ট, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শাহরুখ খান, স্যাম কারান (অধিনায়ক), হারপ্রিত ব্রার, নাথান এলিস, রাহুল চাহার, অর্শদীপ সিং।
বেঙ্গালুরু একাদশ:
ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলি (অধিনায়ক), মহিপাল লমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, ওয়েন পারনেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এমএম)

মন্তব্য করুন