বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দাম্পত্যের ১৬ বছর উদযাপন অভিষেক-ঐশ্বরিয়ার

২০০৭ সালের ২০ এপ্রিল চার হাত এক করে সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেছিলেন বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। দেখতে দেখতে পার হয়ে গেল ১৬টা বছর। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ১৬তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন বচ্চন দম্পতি।
একমাত্র মেয়ে আরাধ্যাকে নিয়ে ভুয়া খবর প্রচারের জেরে ২০ তারিখ দুঃচিন্তায় ছিলেন মিস্টার অ্যান্ড মিসেস বচ্চন। আইন-কানুন নিয়ে ব্যস্ত ছিল গোটা বচ্চন পরিবার। এর মাঝেও জীবনের বিশেষ দিনটিকে নিজেদের মতো করে উদযাপান করেছেন অ্যাশ-অভিষেক।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লাভিডাভি ছবি পোস্ট করে ‘সুইট ১৬’ লিখে বেটারহাফকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন রাই সুন্দরী।
একই ছবি পোস্ট করে অভিষেক বচ্চনও ‘১৬’ লিখে সুখী দাম্পত্যের ১৬ বছর সেলিব্রেট করেছেন। সোশ্যাল মিডিয়ায় বচ্চন দম্পতির পোস্টে ভক্তরা ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। দাম্পত্যের সুইট ১৬-কে স্যালুট করেছেন নেটিজেনদের একটা বড় অংশ।
গুরু, রাবণ, উমরাহ জানের মতো ছবিতে অ্যাশ-অভিষেকের অন স্ক্রিন কেমেস্ট্রি দর্শক চেটেপুটে উপভোগ করেছিল। বাস্তবেও বচ্চন দম্পতির রসায়ন ভক্তদের মুগ্ধ করে। অ্যাশ-অভিষেকের ১৬তম বিবাহবার্ষিকীর দিন প্রয়াত হন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। তাই সেখানেও সস্ত্রীক হাজির হয়েছিলেন অভিষেক।
কয়েক দিন আগে অবশ্য মুকেশ আম্বানিদের কালচারারল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অভিষেককে ছাড়াই সেখানে উপস্থিত হয়েছিলেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিল তার ১১ বছরের মেয়ে আরাধ্যা। রাই সুন্দরীকে একা পার্টিতে দেখে অনেকেই অবাক হন। অভিষেকের অনুপস্থিতি ঘিরে শুরু হয় চর্চা। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষা শুরু হয়, তাহলে কী সম্পর্কের অবনতি ঘটল?
সে সময় হাজার জল্পনা-কল্পনার মাঝেও স্ত্রীর ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন অভিষেক। আম্বানির পার্টিতে অ্যাশ-আরাধ্যার ছবিতে ‘প্রিয় মানুষ’ বলে কমেন্ট করেছিলেন। তবু জল্পনার অবসান হয়নি। তবে ১৬তম বিবাহবার্ষিকীতে সব গুঞ্জনকে ধূলিসাৎ করে সুখী দাম্পত্যের ১৬ বছর পূর্তির ছবিতে ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এজে)

মন্তব্য করুন