বৃষ্টিতে পণ্ড পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাঁচ পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি বৃস্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান তুলে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টি এলে খেলা চালানো সম্ভব হয়নি।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। ১৩ রানে ফেরেন ওপেনার ও দলনেতা টম লাথাম। এছাড়া ৬ রানে উইল ইয়াং ও ৩ রানে আউট হন ড্যারিল মিচেল।
তবে চতুর্থ উইকেট জুটিতে দুর্দান্ত খেলতে থাকেন চাদ বোয়েস ও মার্ক চ্যাপম্যান। এর ফলে দলীয় স্কোর বাড়তে থাকে। এই মুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। ওপেনার বোয়েস ফিফটি পূরণের পর আউট হয়েছেন ৩৮ বলে ৫৪ রানে। আর পরের উইকেটে নেমে ১২ বলে ৮ রান করেন রাচিন রবিন্দ্রো।
এদিকে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মার্ক চ্যাপম্যান। ৪২ বলে ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ৭১ রান করেন তিনি।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। আগামী ২৪ এপ্রিল রাওয়ালপিন্ডিতে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এমএম)

মন্তব্য করুন