এক ওভারে ৩১ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়লেন শচীনপুত্র

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) শনিবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমে এক লজ্জার রেকর্ডই গড়লেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। এক ওভারে দিয়েছেন মোট ৩১ রান। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক ওভারে এত বেশি রান দেননি কোনো বোলার।
ওয়াংখেড়েতে ব্যাটিং সহায়ক পিচে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেটে ১১৮ রান তুলে পাঞ্জাব। তখন পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণেই রেখেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু ১৬তম ওভারে বল করতে এসেই যেন পরিসংখ্যান পাল্টে দেন অর্জন টেন্ডুলকার।
ওই ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান স্যাম কুরান। এরপর ওয়াইড বল করেন অর্জুন। দ্বিতীয় বলে চার হাঁকানোর পর তৃতীয় বলে সিঙ্গেল নেন কুরান। এদিকে হারপ্রীত সিং চতুর্থ বলে চার ও পঞ্চম বলে ছক্কা উপহার দেন দলকে। এরপর আসে নো বলে চার রান। ফ্রি হিট বলেও আসে চারটি রান।
উল্লেখ্য, ৩ বল বল করে মোট ৪৮ রান খরচ করেছেন অর্জুন টেন্ডুলকার। তবে একটি উইকেটের দেখা পেয়েছেন শচীনপুত্র।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমএম)

মন্তব্য করুন