বাখমুত শহরের আরও তিন এলাকা নিয়ন্ত্রণে নিল রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ০৮:৫৯

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পশ্চিমের আরও তিনটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এ ঘোষণা দিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বিমান বাহিনী ইউক্রেনের বিভিন্ন ইউনিটের ওপর হামলার মাধ্যমে তাদের গতিরোধ করতে সক্ষম হয়, এরপর এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আসে। ইউক্রেনের সেনাবাহিনী বাখমুত শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বাখমুত শহরটি দুনবাস অঞ্চলের অংশ। এই শহরটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে উভয় পক্ষই এই শহরের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত কয়েক মাস ধরে সেখানে লড়াই চলছে। রাশিয়া ওই শহরের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণকে গত আট মাসের মধ্যে রুশ বাহিনীর সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ এর ফলে দুনবাস অঞ্চলের অন্য অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :