কয়েকজনের অপরাধের দায় ৩২ হাজার পুলিশ সদস্য নেবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, টাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২৩, ১২:৪৮

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘কয়েকজনের অপরাধের দায় ঢাকা মহানগরীর ৩২ হাজার পুলিশ সদস্য নেবে না।’

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিউমার্কেটে অগ্নিদুর্ঘটনায় পুলিশ সদস্যদের ভালো ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেছেন, ‘১৯৭১ সাল থেকে বাংলাদেশ পুলিশ জনগণের পাশে ছিল এবং থাকবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার সময় সিদ্দিকুর রহমান পালিয়ে না গিয়ে আত্মাহুতি দিয়েছেন। ২০১৩ সালে আগুন সন্ত্রাস, করোনা মহামারীসহ নানা ঘটনায় বাংলাদেশ পুলিশ দেশ মাতৃকার টানে পালিয়ে যায় নি।’

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঢাকা শহরে ১০ হাজার পুলিশ রাত জেগে দায়িত্ব পালন করেন। তাদের এই দায়িত্ব পালনের মাধ্যমেই আপনি রাতে নিরাপদে ঘুমাতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের পুলিশ সদস্যরা রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন। তাদের শরীর পুড়ে যায়। সেসব কষ্টের কথা লেখা হয় না। কে কোন দিন একটু অন্যায় করেছে সেগুলো তুলে ধরে প্রতিবেদন করা হয়। কয়েকজনের দায় ঢাকা মহানগরীর ৩২ হাজার পুলিশ সদস্য নেবে না।’

গোলাম ফারুক বলেন, ‘আগামীতে কঠিন চ্যালেঞ্জ আসবে। প্রতিটি চ্যালেঞ্জকে আমরা জীবন দিয়ে হলেও সাহসের সঙ্গে মোকাবেলা করতে প্রস্তুত থাকব। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি সময় আমরা তার প্রমাণ দিয়েছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ড. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/০২মে/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :