‘প্রয়াত নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, ‘প্রয়াত নাসিম ওসমান ছিলেন আমার রাজনৈতিক শিক্ষাগুরু, আমার অভিভাবক। তিনি আমাকে রাজনীতি শিখিয়েছেন। নারায়ণগঞ্জের রাজনীতিতে তিনি সকলের শিক্ষাগুরুর ভূমিকা পালন করতেন।’
সোমবার বিকালে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আলহাজ এ কে এম নাসিম ওসমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সহসভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান, এম এ জামান, আলহাজ দেওয়ানউদ্দিন চুন্নু, হাজী গরীব নেওয়াজ, মাসুদুর রহমান মাসুম প্রমুখ।
এমপি খোকা বলেন, ‘প্রতিষ্ঠা থেকে নাসিম ওসমান জাপার নিবেদিত প্রাণ ছিলেন। জাতীয় পার্টিতে তার অবদান অনেক। তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। বার বার এমপি নির্বাচিত হন তিনি। এই নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার ছিলেন তিনি। আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার কীর্তি, অবদানই চিরদিন তাকে অমর করে রেখেছে।’
স্মৃতিচারণ করে খোকা বলেন, ‘প্রয়াত নাসিম ওসমান আমাকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্রসমাজ থেকে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক করেছেন। আজকে জাতীয় রাজনীতিতে আছি এটা প্রয়াত নাসিম ওসমান সাহেবের অবদান। তার প্রয়াত আম্মা ভাষাসৈনিক নাগিনা জোহা আমাকে অনেক আদর করতেন। আমি নিজে ওসমান পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিতে নিজেকে গর্বিত মনে করি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, মোতালেব ভূঁইয়া মেম্বার, আলী জাহান মেম্বার, এমরান হোসেন ভূঁইয়া, শাহীন মেম্বার, বকুল মেম্বার প্রমুখ।
(ঢাকাটাইমস/০২মে/এসএ)

মন্তব্য করুন