'কিল হিম' নিয়ে উঠতি মডেল শাকিলা পারভীনের বিরুদ্ধে মিথ্যা রিভিউ দেওয়ার অভিযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৩, ১৮:৪৩
অ- অ+

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে অনন্ত জলিল-বর্ষা জুটির 'কিল হিম' সিনেমাটি। প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে কোনো প্রযোজনা সংস্থার অধীনে নির্মিত এ সিনেমার মাধ্যমে অভিনয় নিয়েও বেশ প্রশংসাও পাচ্ছেন অনন্ত জলিল-বর্ষা।

ঈদের মুক্তি পর থেকেই স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে চলছে 'কিল হিম'। ঈদের এক সপ্তাহ পরেও এগুলোতে প্রায় প্রতিটি শো হাউজফুলও যাচ্ছে। কিন্তু হুট করেই ঘটে বিপত্তি। গত ৩০ এপ্রিল রবিবার বিকেলে 'কিল হিম'র শোতে দর্শক নেই বলে একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন চলতি প্রজন্মের একজন উঠতি মডেল-অভিনেত্রী শাকিলা পারভীন।

যেখানে তিনি শুরু থেকে একটি সিনেমার পজেটিভ কথা বলে 'কিল হিল' ছবিটি দেখার পর নেগটিভ রিভিউ দেন। শুধু তাই নয় তিনি সিনেমা দেখার পর দর্শক হল থেকে বের হয়ে গেলে সেই ফাঁকা প্রেক্ষাগৃহের ভিডিও করে সামজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বলেন ছবিটির দর্শক ছিল মাত্র সাত-আটজন।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিষয়টি সিনেমার ব্যবসায়িক ক্ষতি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করা বলে অভিযোগ তুলেছেন সিনেমার পরিচালক ইকবাল। তিনি দাবি করেন, সিনেপ্লেক্সের নিয়ম অনুযায়ী কোন শোতে ২০ জন দর্শক হলে সেই শোটি বাতিল করা হয়। যদি ৭-৮ জন দর্শকই হয়ে থাকে তাহলে সিনেমার শো কেন বাতিল করা হচ্ছে না।

এ বিষয়ে শাকিলা পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেশ চটে যান। তিনি বলেন, আমি ছাড়াও সেখানে অনেকেই ভিডিও করেছিল তাদের সঙ্গে কথা বলুন। আমি যা দেখেছি তাই ভিডিও করেছি। আমাকে এই বিষয় নিয়ে কল দেবেন না।

এদিকে ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ জানান, ৩০ এপ্রিল 'কিল হিম'র বিকালের শোতে প্রায় দুই শতাধিক দর্শক ছিলেন। যে বা যারা মিথ্যা রিভিউ দিচ্ছেন তারা আসলে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চান। দর্শকদের কাছে অনুরোধ থাকবে এমন মিথ্যা রিভিউ বিশ্বাস না করে হলে এসে সিনেমা দেখুন।

সুনান মুভিজের ব্যানারে ‘কিল হিম’ ছবিটি নির্মাণ করেছেন এমডি ইকবাল। অনন্ত বর্ষা ছাড়া সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামিসহ অনেকে।

(ঢাকাটাইমস/২মে/এলএম/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা