কারাগারে ফিলিস্তিনি অনশনকারীর মৃত্যু: ইসরায়েলের নিন্দা জানিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২৩, ১৩:৩৬

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার ইসরায়েলের একটি কারাগারে ফিলিস্তিন ইসলামিক জিহাদের (পিআইজে)একজন বিশিষ্ট নেতা খাদের আদনানের মৃত্যুর জন্য ইসরায়েলের নিন্দা করেছেন।

নাসের কানানি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। খবর সিনহুয়ার।

টানা ৮৬ দিন অনশন করার পর মঙ্গলবার ইসরায়েলি কারাগারে মারা যান খাদের আদনান।

তার মৃত্যুর প্রতিক্রিয়ায় নাসের কানানি বলেন, ইসরায়েলি কারাগারে আদনানের শহীদ হওয়ায় নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতিরোধের ‘ন্যায্যতা’ আরও প্রকাশ পেয়েছে।

কানানি উল্লেখ করেছেন যে ফিলিস্তিনি নাগরিককে আটক করা এবং ইসরায়েলিরা যেভাবে তার সঙ্গে আচরণ করেছে তা গত ৭০ বছরে ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েলের ‘অমানবিক ও সহিংস’ আচরণের একটি স্পষ্ট উদাহরণ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধের সমতুল্য।

তিনি বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা ইসরায়েলিদের তাদের আচরণ অব্যাহত রাখতে আরও উৎসাহিত করবে।

(ঢাকাটাইমস/৩মে/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :