তিন দিনের ছুটির চাপ সড়কে, ঢাকা-রংপুর মহাসড়কে যানজট

আগামী তিন দিনের (বৃহস্পতি-শনি) বুদ্ধ পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটির চাপ পড়েছে মহাসড়কে। এতে সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় ঢাকা-রংপুর মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে চান্দাইকোনায় নির্মাণাধীন সেতুর দুদিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চালক-যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিন সকাল সাতটার দিকে মহাসড়কের চান্দাইকোনার পাবনা বাজার থেকে বগুড়া বাজার পর্যন্ত সড়কের দুদিকে কয়েক কিলোমিটার পণ্যবাহী ট্রাক ও বাসে দীর্ঘ লাইন দেখা গেছে।
এদিকে যানজটের খবরে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশের পৃথক দলকে সড়কে দেখা গেছে। তারা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এসএম বদরুল আলম বলেন, সড়ক ও জনপথ বিভাগের অধীন সাউথ এশিয়া সাব-রিজিওনাল কো-অপারেশন (সাসেক)-২ সংযোগ সড়ক প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এ নির্মাণ কাজের ধীরগতি ও এবড়ো-থেবড়োভাবে মাটি ফেলে রাস্তা সংকুচিত হওয়ার কারণে সড়কে প্রায়ই এ ধরনের সমস্যা হচ্ছে। গাড়ির চাপ বাড়লে সমস্যা আরও বেড়ে যায়।
তিনি বলেন, মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ থেকে রয়হাটি হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৩টি সেতুর নির্মাণাধীন থাকায় সেখানেও যানবাহনের ধীরগতি হচ্ছে।
সাসেক-২ সংযোগ সড়ক প্রকল্পের পরিচালক (পিডি) ড. ওয়ালিউল রহমান বলেন, সড়কে নির্মাণ কাজ চলছে জেনেও চালকরা হুড়োহুড়ি করে চলাচল করতে গিয়ে প্রায়ই ঢাকা-রংপুর মহাসড়কে যানজট সৃষ্টি করছে। তবে আগামী ডিসেম্বরেরর মধ্যে চলমান কাজ শেষ হলে এ সমস্যা আর থাকবে না।
(ঢাকাটাইমস/৪মে/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

গণতন্ত্র দুর্বল করায় দায়ী যে কোনো বাংলাদেশির ওপর আসতে পারে ভিসা নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র

মানিকগঞ্জে খালাকে হত্যার অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

অসুস্থ নাতিকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দাদার

নোয়াখালীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্প শনিবার থেকে শুরু

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটে আগুন

পাবনায় পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম বহনকারী গাড়ি

চুয়াডাঙ্গায় ব্রিজে ঝুলছিল পল্লী চিকিৎসকের মরদেহ

স্ত্রীকাণ্ডের পর আক্কেলপুর ইউএনও ওএসডি

বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু
