তিন দিনের ছুটির চাপ সড়কে, ঢাকা-রংপুর মহাসড়কে যানজট

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ মে ২০২৩, ০৯:২০| আপডেট : ০৪ মে ২০২৩, ০৯:২২
অ- অ+

আগামী তিন দিনের (বৃহস্পতি-শনি) বুদ্ধ পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটির চাপ পড়েছে মহাসড়কে। এতে সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় ঢাকা-রংপুর মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে চান্দাইকোনায় নির্মাণাধীন সেতুর দুদিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চালক-যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিন সকাল সাতটার দিকে মহাসড়কের চান্দাইকোনার পাবনা বাজার থেকে বগুড়া বাজার পর্যন্ত সড়কের দুদিকে কয়েক কিলোমিটার পণ্যবাহী ট্রাক ও বাসে দীর্ঘ লাইন দেখা গেছে।

এদিকে যানজটের খবরে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশের পৃথক দলকে সড়কে দেখা গেছে। তারা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এসএম বদরুল আলম বলেন, সড়ক ও জনপথ বিভাগের অধীন সাউথ এশিয়া সাব-রিজিওনাল কো-অপারেশন (সাসেক)-২ সংযোগ সড়ক প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এ নির্মাণ কাজের ধীরগতি ও এবড়ো-থেবড়োভাবে মাটি ফেলে রাস্তা সংকুচিত হওয়ার কারণে সড়কে প্রায়ই এ ধরনের সমস্যা হচ্ছে। গাড়ির চাপ বাড়লে সমস্যা আরও বেড়ে যায়।

তিনি বলেন, মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ থেকে রয়হাটি হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৩টি সেতুর নির্মাণাধীন থাকায় সেখানেও যানবাহনের ধীরগতি হচ্ছে।

সাসেক-২ সংযোগ সড়ক প্রকল্পের পরিচালক (পিডি) ড. ওয়ালিউল রহমান বলেন, সড়কে নির্মাণ কাজ চলছে জেনেও চালকরা হুড়োহুড়ি করে চলাচল করতে গিয়ে প্রায়ই ঢাকা-রংপুর মহাসড়কে যানজট সৃষ্টি করছে। তবে আগামী ডিসেম্বরেরর মধ্যে চলমান কাজ শেষ হলে এ সমস্যা আর থাকবে না।

(ঢাকাটাইমস/৪মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল করিম
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা