র‌্যাবের এডিজি হচ্ছেন কর্নেল মাহাবুব আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৩, ২০:০২| আপডেট : ০৪ মে ২০২৩, ২২:৩৬
অ- অ+

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস) হচ্ছেন কর্নেল মাহাবুব আলম। আগামী সপ্তাহে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে। মাহাবুব আলম বর্তমানে একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত আছেন।

এদিকে র‌্যাবের বর্তমান এডিজি কর্নেল কামরুল হাসান বিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়ে সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। তার জায়গায় এডিজির দায়িত্ব পেতে যাচ্ছেন কর্নেল মাহাবুব আলম।

জানা গেছে, ইতোপূর্বে র‌্যাব ফোর্সেসে সাফল্যের সঙ্গে চাকরি করা মাহাবুব আলম সর্বশেষ বাহিনিটির গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন। দীর্ঘ তিন বছর তিনি এ দায়িত্ব পালন করেন। এসময় তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ৫০০ জনকে আটক। গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্বের আগে মাহাবুব আলম র‌্যাবের অপারেশনস উইংয়ের পরিচালক ছিলেন। কর্নেল পদে পদোন্নতির পর নিজ বাহিনীতে ফিরে যান।

কর্মক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, পারদর্শিতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন মাহাবুব আলম। র‌্যাবে দায়িত্ব পালনকালে তার জঙ্গিবিরোধী অভিযান ছাড়াও অন্যান্য আভিযানিক কর্মকাণ্ড প্রশংসা কুঁড়িয়েছে।

সেনাবাহিনীর ৩৪ বিএম লং কোর্সের এই কর্মকর্তা পদাতিক কোরের একজন কর্মকর্তা। র‌্যাবে কর্মরত অবস্থায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ‘বাংলাদেশ পুলিশ পদক’-বিপিএম ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’-পিপিএম পেয়েছেন। মাহাবুব আলম একসময় র‌্যাব-৫-এর অধিনায়ক ছিলেন।

(ঢাকাটাইমস/০৪মে/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা