কলাবাগানে বাসা থেকে যমুনা টিভির রিপোর্টারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৩, ১৬:৪৬| আপডেট : ০৯ মে ২০২৩, ১৭:১১
অ- অ+

রাজধানীর কলাবাগানের লেক সার্কাসে একটি বাড়ি থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা-টিভির এক রিপোর্টারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কুদরত-ই খুদা হৃদয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলাবাগান থানার লেক সার্কাসের ৯৫ নম্বর বাড়ির আট তলা বাড়ির ছাদের চিলে কোঠা থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।

হৃদয় যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কাজ করতেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম সজীব ঢাকা টাইমসকে বলেন, হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ গণমাধ্যমকর্মীদের বলেন, ওই বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মৃত কুদরত-ই খুদা হৃদয় সিরাজগঞ্জ জেলার সদর থানার হোসেনপুর গ্রামের আরিফ আহমেদ মিঠুর ছেলে।

ঢাকাটাইমস/০৯মে/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাণিজ্য মেলায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা