বাণিজ্য মেলায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ভাঙচুর

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় ঈগলু আইসক্রিমের স্টলের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন। এ সময় তার মোবাইল ফোন ভেঙে ফেলে হামলাকারীরা।
বাণিজ্য মেলায় দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঈগলুর দুই কর্মচারীকে আটক করে।
হামলায় আহত সাংবাদিক জয় জানান, সকালে ঈগলু আইসক্রিম স্টলের কর্মচারীরা মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে গেইটের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ সময় যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় মোবাইল ফোন দিয়ে ও ক্যামেরাপার্সন ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে তাদের ওপর চড়াও হয় ঈগলুর কর্মচারীরা। তারা জয়কে এলোপাতাড়ি মারধর করে আহত করে। তার দুটি মোবাইল ফোন ভেঙে ফেলে হামলাকারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। পরে ঈগলু আইসক্রিমের স্টলের বেচাকেনা বন্ধ করে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) সালাউদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। ঈগলুর দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন