তাড়াশে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে সুমাইয়া খাতুন (১৪) নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ঘাতক ছাবেন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ছাবেন আলী একই গ্রামের ওসমান আলীর ছেলে।
এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুমাইয়া খাতুন তার দাদির সঙ্গে বাড়িতেই থাকতেন। তার বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন ও তার দাদি ছাগল চড়াতে মাঠে ছিলেন। এ সময় নিহত সুমাইয়া বাড়িতে একা ছিল। সুযোগ বুঝে ধর্ষক ছাবেন আলী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় কাউকে বলে দিবে জানালে তাকে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে দুপুরের দিকে কিশোরীর দাদি বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে কিশোরী সুমাইয়া খাতুনের মরদেহ দেখতে পান। পরে তাড়াশ থানা পুলিশকে খবর দেওয়া হয়। বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বুধবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে ২ হাজার বোতল স্পিরিটসহ আটক ১
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, কিশোরীর গায়ে, মুখে ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক সুরতহালে ধর্ষণের পর হত্যার বিষয়টি সন্দেহ করছি। পরে বিভিন্ন তথ্যের সূত্র ধরে একই গ্রামের ছাবেন আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাবেন আলী কিশোরীকে ধর্ষণের পর হত্যার বিষয় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
(ঢাকাটাইমস/১১মে/এসএম)

মন্তব্য করুন