ঘূর্ণিঝড় মোখা: চাঁদপুরে উপকূলের বাসিন্দাদের সতর্ক করে মাইকিং

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৩, ০৮:৪১
অ- অ+

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে চাঁদপুর নদী উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করতে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত চাঁদপুর তিন নদীর মোহনা, বেদে পল্লী, মাছঘাট, জেলে পল্লী, লঞ্চঘাট ও যাত্রীবাহী লঞ্চে মাইকিং করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল বাহিনীর সদস্যরা।

এছাড়াও এদিন বিকালে ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের পক্ষ থেকে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় গাড়ি দিয়ে মাইকিং করা হয়। যা চলমান থাকবে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, ‘ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার বিষয়ে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ কমিটির সদস্যদের নিয়ে ভার্চ্যুয়াল প্রস্তুতিমূলক সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। সভাপতি সংশ্লিষ্ট সবাইকে সার্বিক প্রস্তুতিসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।’

এদিকে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন থেকে জানানো হয়, কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য সার্বক্ষণিক সমন্বয়সাধনের জন্য জরুরি: ০১৭৬৯-৪৪০৩৩৩ নম্বরে ২৪ ঘন্টা সেবা প্রদান করা হবে।

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন ঢাকাটাইমসকে, ‘আমদের ইউনিয়ন পদ্মা-মেঘনার পাশে। চরাঞ্চল হওয়ায় ইতোমধ্যে আমরা ইউপি সদস্যসহ প্রত্যেক এলাকার লোকদেরকে সতর্ক থাকার জন্য মৌখিকভাবে বলেছি। এখনো মাইকিং করা হয়নি।’

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, ‘ঘুর্ণিঝড় বিষয়ে বিকাল ৩টার দিকে জেলা প্রশাসনের ভার্চ্যুয়াল সভা হয়েছে। সেখানে যুক্ত হয়ে যেসব নির্দেশনা পেয়েছি, সেসব নিদের্শনার আলোকে প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে আমাদের চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছি এবং ওইসব এলাকায় প্রথম পর্যায়ে মাইকিং করা হয়েছে। সতর্কতার জন্য আরও প্রচার করা হবে। আমাদের আশ্রয় শিবিরগুলোও প্রস্তুত রয়েছে।’

আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত

অপরদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার এখলাছপুর লঞ্চঘাট ও কয়েকটি স্থানে সচেতনতামূলক প্রচারণা করেন তিনি।

(ঢাকাটাইমস/১২মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিংড়ায় নিজের বানানো বিএনপি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
ফরিদপুরে বিএনপি কর্মীর করা বিস্ফোরক মামলায় আ. লীগের ২১ নেতাকর্মী জেলহাজতে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা