সোনারগাঁয়ে সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি খোকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিজয়নগর ব্রিজ সংলগ্ন রাস্তা হতে চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাড়ে ৫ হাজার ফুট রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর ব্রিজ সংলগ্ন এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে কয়েক হাজার লোক অনায়াসে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখার ভয়ে আধা পাকা ধান কাটছেন কৃষকরা
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, নোয়াগাঁও জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু প্রমুখ।
(ঢাকাটাইমস/১২মে/এসএম)

মন্তব্য করুন