হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে রাজবাড়ীর পদ্মায় তোলা হচ্ছে বালু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৩, ১০:০৮
অ- অ+

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকায় বালু তোলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ও বুধবার বালু তুলে নিয়ে যাওয়ার সময় দুটি বাল্কহেড আটক করেছে নৌ পুলিশ।

স্থানীয়রা ও দৌলতদিয়া নৌ থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উচ্চ আদালতে নির্দেশে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়াসহ দৌলতদিয়া থেকে পাকশি পর্যন্ত দীর্ঘ পদ্মা নদী এলাকায় বালু উত্তোলন বন্ধ রয়েছে।

অথচ কিছু চিহ্নিত ব্যক্তিরা ড্রেজার দিয়ে গত দুই দিন ধরে সেখান থেকে বালু উত্তোলন করছেন।

দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবির জানান, বুধবার দুপুরে ধাওয়াপাড়া এলাকায় বালু কাটার সংবাদ পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। পরে সেখান থেকে বালু উত্তোলনকারী দুটি বাল্কহেট আটক করে নিয়মিত মামলা প্রদান করা হয়।

আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, মামাকে হত্যায় ভাগ্নের যাবজ্জীবন

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, বালু মহল ইজারা দেবার জন্য তারা দরপত্র আহ্বান করেছিলেন। তবে এর বিরুদ্ধে কিছু ব্যক্তি হাইকোর্টে রিট করে। এতে উচ্চ আদালত বালু উত্তোলন স্থগিত করে। যে কারণে এখন আর পদ্মা নদীর ধাওয়াপাড়া এলাকা থেকে বালু উত্তোলন করার সুযোগ নেই। যদি কেউ বালু উত্তোলন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৯মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করার অপশন চালু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা