ইউনাইটেডেই থাকবেন রাশফোর্ড, বিশ্বাস টেন হাগের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২০ মে ২০২৩, ১৭:০৫ | প্রকাশিত : ২০ মে ২০২৩, ১৬:৫৫

ছোটবেলা থেকেই ইউনাইটেডে বেড়ে উঠা মার্কাস রাশফোর্ডের চুক্তির আর মাত্র এক বছর বাকি। তবে এই ইংলিশ ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাবেন না বলে বিশ্বাস কোচ এরিক টেন হাগের। কুব তাড়াতাড়িই ক্লাবের সঙ্গে মার্কাস রাশফোর্ডের চুক্তি নবায়ন হবে বলে মনে করছেন তিনি।

বোর্নমাউথের সঙ্গে ম্যাচের আগে গতকাল এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড ম্যানেজার টেন হাগ বলেছেন, ‘এবারের মৌসুমে সে দুর্দান্ত খেলেছে। মার্কাস আমাদের দলে থাকতে চায় এবং আমরাও তাকে ধরে রাখতে চাই। আমি বিশ্বাস করি আমরা একে অন্যের পথ খুঁজে নিতে পারবো।’

ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বিতে সিটির মোকাবেলা করার পাশাপাশি প্রিমিয়ার লিগে শেষ তিনটি ম্যাচে নির্ধারিত হবে ইউনাইটেড আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কিনা। সে দিক থেকে এই মুহূর্তে অসাধারণ এক সমাপ্তির পথে টিকে রয়েছে রেড ডেভিলসরা।

এবারের মৌসুমে লিগে এ পর্যায়ে আসতে ৯টি ম্যাচে পরাজিত হয়েছে ইউনাইটেড। টেন হাগ বলেছেন, আমি মনে করি এখানে কিছু কারন রয়েছে। তবে এক কথায় বলা যায় একটি বিষয় স্পষ্ট যে আমরা প্রতিটি ম্যাচেই নিজেদের উন্নতির চেষ্টা করেছি। এখনো তিনটি ম্যাচে আমাদের উন্নতির জায়গা রয়েছে। আগামী মৌসুমে আমাদের অবশ্যই আরো ভাল খেলতে হবে।’

(ঢাকাটাইমস/২০মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :