হারের পর মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ চেন্নাই

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৪, ১২:৩০
অ- অ+

চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে শেষবারের মতো মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচ খেলা এই বাঁহাতি পেসারের এবারের মৌসুমটা কেটেছে দুর্দান্ত। পাঞ্জাবের বিপক্ষে বিদায়ী ম্যাচে উইকেটের দেখা পাননি কাটার মাস্টার। এমনকি তার দল চেন্নাইও হেরেছে। কিন্তু চেন্নাই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের প্রশংসা করেছে।

বুধবার (১ মে) প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় চেন্নাই। জবাব দিতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। এই হারের ফলে টেবিলের তিনে ওঠা হল না চেন্নাইয়ের।

ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ২২ রান। তবে একটি মেডেন ওভারও করেছেন দ্য ফিজ। যা এই ফরম্যাটে মহামূল্যবান। আর তার বোলিং স্পেলে মুগ্ধ হয়েছে চেন্নাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের ছবি পোস্ট করে লিখেছে, '৪ ওভার, ২২ রান, ১ মেডেন। মুস্তাফিজের স্পেলের প্রশংসা করতেই হবে!'

পাঞ্জাব ম্যাচটা সহজেই জিতলেও মুস্তাফিজের করা ম্যাচের ১৫তম ওভারে কোন রান নিতে পারেনি তারা। তবে তার এই মেডেনও শেষ পর্যন্ত কাজে দেয়নি। ম্যাচটি জিতে প্লে-অফে যাওয়ার আশা এখনও বাঁচিয়ে রেখেছে স্যাম কারানের দল।

উল্লেখ্য, আইপিএল খেলার জন্য প্রথমে মুস্তাফিজকে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেয় বিসিবি। পরে তার মেয়াদ বাড়ানো হয় আরও এক দিন। এনওসি নিয়ে এরপর নানা সমালোচনা হলেও নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই ৯ ম্যাচ খেলেই ফিজকে শেষ করতে হলো এবারের মিশন।

(ঢাকাটাইমস/০২ মে/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা