হারের পর মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ চেন্নাই

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২৪, ১২:৩০

চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে শেষবারের মতো মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচ খেলা এই বাঁহাতি পেসারের এবারের মৌসুমটা কেটেছে দুর্দান্ত। পাঞ্জাবের বিপক্ষে বিদায়ী ম্যাচে উইকেটের দেখা পাননি কাটার মাস্টার। এমনকি তার দল চেন্নাইও হেরেছে। কিন্তু চেন্নাই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের প্রশংসা করেছে।

বুধবার (১ মে) প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় চেন্নাই। জবাব দিতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। এই হারের ফলে টেবিলের তিনে ওঠা হল না চেন্নাইয়ের।

ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ২২ রান। তবে একটি মেডেন ওভারও করেছেন দ্য ফিজ। যা এই ফরম্যাটে মহামূল্যবান। আর তার বোলিং স্পেলে মুগ্ধ হয়েছে চেন্নাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের ছবি পোস্ট করে লিখেছে, '৪ ওভার, ২২ রান, ১ মেডেন। মুস্তাফিজের স্পেলের প্রশংসা করতেই হবে!'

পাঞ্জাব ম্যাচটা সহজেই জিতলেও মুস্তাফিজের করা ম্যাচের ১৫তম ওভারে কোন রান নিতে পারেনি তারা। তবে তার এই মেডেনও শেষ পর্যন্ত কাজে দেয়নি। ম্যাচটি জিতে প্লে-অফে যাওয়ার আশা এখনও বাঁচিয়ে রেখেছে স্যাম কারানের দল।

উল্লেখ্য, আইপিএল খেলার জন্য প্রথমে মুস্তাফিজকে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেয় বিসিবি। পরে তার মেয়াদ বাড়ানো হয় আরও এক দিন। এনওসি নিয়ে এরপর নানা সমালোচনা হলেও নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই ৯ ম্যাচ খেলেই ফিজকে শেষ করতে হলো এবারের মিশন।

(ঢাকাটাইমস/০২ মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :