ঢাকাসহ ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৩, ২০:৪৩| আপডেট : ২৫ মে ২০২৩, ২০:৪৮
অ- অ+

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সারা দেশের ১৭টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। এটি দলটির পূর্বঘোষিত চার পর্বের জনসমাবেশের তৃতীয় পর্বের কর্মসূচি।

বিএনপি কেন্দ্রীয় দপ্তর জানায়, ঢাকা মহানগর দক্ষিণ, বগুড়া, শেরপুর, খাগড়াছড়ি, লক্ষিপুর, মানিকগঞ্জ, বান্দরবান, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, সাতক্ষিরা, বরগুণা, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, ঢাকা জেলা জিনজিরা, পিরোজপুর, মাদারীপুর, সৈয়দপুর জেলায় জনসমাবেশ হবে।

মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, এসব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। তাদের মধ্যে আছেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বরকতউল্লাহ বুলু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ নেতারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৩ মে ঢাকায় বিএনপি এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও কাল শনিবার ঢাকা মহানগর উত্তরসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ।

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য, নিম্ন আদালতে আবার বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার, গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশ হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

গত বছরের ২৪ ডিসেম্বর গণমিছিলে অনুষ্ঠানে মধ্য দিয়ে বিএনপিসহ সমমনা কয়েকটি জোট যুগপৎ আন্দোলন শুরু করে। তবে এ দলগুলোর ‘অভিন্ন রূপরেখার যৌথ ঘোষণাপত্র’ প্রণয়নের আগপর্যন্ত দলীয় কর্মসূচি পালন করছে।

গণঅধিকার পরিষদের গণ পদযাত্রা

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তাদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে ‘দূর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির’ প্রতিবাদে ‘গণপদযাত্রা’ হবে। পদযাত্রাটি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫মে/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা