রাজধানীতে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৩, ০৯:৫৮
অ- অ+

রাজধানীতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাতে সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

গ্রেপ্তার আসামির নাম মো. রুবেল (৪০)। তিনি রংপুরের পিরগাছা উপজেলার মৃত সুলতান মোহুরীর ছেলে।

রবিবার র‌্যাব -২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানিয়েছে, পেশাদার মাদক ব্যবসায়ী মো. রুবেল (৪০) ২০১৪ সালের ৫ অক্টোবর বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় তিনি ৪ মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে আত্মগোপনে চলে যান।

তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মো. রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে ১ মাস কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারী পরোয়ানা জারির পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ছায়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত শনিবার দিবাগত রাতে রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে কখনো রাজমিস্ত্রির সহকারী হিসেবে কখনো রিকশা চালক এবং কখনো ভ্যানে করে সবজি বিক্রি করতেন। এ কাজের আড়ালে মাদক পরিবহণ এবং মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করতেন।

আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা