ময়মনসিংহে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২৩, ১৫:৩২

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহে সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ডাকে জেলা বিএনপি। এদিন পাল্টাপাল্টি সমাবেশ শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে জেলায় দুদলের মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রবিবার বেলা ৩টায় ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর মাসকান্দা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জনসমাবেশে শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে জেলার ১৩ উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এ জনসমাবেশে অংশ নিয়েছেন।

অপরদিকে একই দিন পাল্টা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এদিন বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ।

জানা গেছে, বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি দুটি সমাবেশকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫শ সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বসতঘরে আগুন, দুই সন্তান ও মা নিহত

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, আজ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। এছাড়া রেলস্টেশন দিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে যাবে। যে কারণে যেখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও শহরে সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৮মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :