খেলাপি ঋণ বেড়ে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি, তিন মাসেই বেড়েছে ১১ হাজার কোটি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৩, ১৭:২৩| আপডেট : ২৮ মে ২০২৩, ১৭:৫১
অ- অ+

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৩ মাসে খেলাপি ঋণ হয়েছে ১০ হাজার ৯৫৪ কোটি টাকা। আর দেশে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। খেলাপি ঋণ বাড়তে থাকা অর্থনীতির জন্য একটি খারাপ লক্ষণ বলে বিশ্লেষকরা জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট খেলাপি ঋণের মধ্যে ৫৭ হাজার ৯৫৯ কোটি টাকা বা ১৯ দশমিক ৮৭ শতাংশ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে আর ৬৫ হাজার ৮৮৯ কোটি টাকা বা ৫ দশমিক ৯৬ শতাংশ বেসরকারি ব্যাংকগুলোর।

সরকারি মালিকানাধীন বিশেষায়িত তিনটি ব্যাংকের মোট ঋণের ১২ দশমিক ৮০ শতাংশ বা ৪ হাজার ৭৩২ কোটি টাকা খেলাপি। আর বিদেশি ব্যাংকগুলোর তিন হাজার ৪২ কোটি টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ ঋণ খেলাপি।

গত মার্চ পর্যন্ত ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৬ কোটি টাকা বকেয়া ঋণের মধ্যে নন-পারফর্মিং ঋণের (এনপিএল) অনুপাত ৮ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। আর গত বছরের মার্চে ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

(ঢাকাটাইমস/২৮মে/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ
বরগুনায় ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ
সারা দেশে জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
‘হাত-পা ছাড়াই জন্ম নেওয়া’ সেই লিতুন জিরার এসএসসিতেও চমক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা