চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা সাপের কামড়ে হাজিরা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাজিরা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের শেখপাড়ার মুক্তার আলীর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, রবিবার রাতে হাজিরা খাতুন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। অনুমানিক রাত সোয়া ১০টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও রাত ১২ টার দিকে যন্ত্রণায় ছটফট করতে থাকলে হাজেরা খাতুনকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
সেখানে প্রায় এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডাকাতদের গ্রেপ্তারের ক্ষোভ থেকে গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।
(ঢাকাটাইমস/২৮ মে/এসএম)

মন্তব্য করুন