আওয়ামী লীগ নয়, বিএনপিই ভিসানীতিতে বেশি ক্ষতিগ্রস্ত হবে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৬:২১| আপডেট : ২৯ মে ২০২৩, ১৬:৫৪
অ- অ+

আমেরিকার ভিসানীতে আওয়ামী লীগ নয়, বিএনপিই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুরের রাজৈরে কুম্ভুমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাজাহান খান আরও বলেন, ‘কয়েকদিন আগে আমেরিকা নতুন ভিসানীতি ঘোষণা করেছেন। যেখানে বলা হয়েছে বাংলাদেশে ভোট চুরি হলে, ভোট ডাকাতি হলে যারা করবে তাদের ও তাদের পরিবারকে ভিসা দেয়া হবে না। এতেই বিএনপি মহা খুশি হয়ে তাদের ধন্যবাদ দিতে গেলেন। কিন্তু এদের খুশি কোথায় যাবে, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। দেখবেন, বিএনপিই বেশি ক্ষতিগ্রস্ত হবে, আওয়ামী লীগ নয়।’

তিনি আরো বলেন, ‘আমেরিকার ভিসানীতিতে বলা নেই যে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বলা নেই, নাশকতা করে সরকারকে হটাতে হবে। তাই আগামীতে যারা এসব করবে বরং তাদেরই ক্ষতি হবে।’ তিনি এসময় তিনদিনব্যাপী কুম্ভুমেলার উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন কদমবাড়ী সেবাশ্রমের সভাপতি প্রণব কুমার বিশ্বাস। এসময় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় লোকজন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রফিকুল হত্যা মামলা: সাবেক মন্ত্রী শাজাহান খানের চার দিনের রিমান্ড
নতুন করে গ্রেপ্তার দেখানো হলো আনিসুল হক ও শাজাহান খানসহ নয়জনকে
ইনু, শাজাহান, সালমান, পলকসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার
মাদারীপুরে হত্যা মামলায় শাজাহান খান ও গোলাপ কারাগারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা