তেলেগু-হরিজন সম্প্রদায় থেকে ৭৫ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দক্ষিণ সিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৮:৩৭| আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:৪৬
অ- অ+

তেলেগু ও হরিজন সম্প্রদায় থেকে ৭৫ জন প্রার্থীকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। সোমবার তেলেগু সম্প্রদায় থেকে ২৫ জন এবং হরিজন সম্প্রদায় থেকে ৫০ জন প্রার্থীকে করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দিয়ে দপ্তর আদেশ জারি করা হয়।

করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত জারি করা আদেশে বলা হয়, নিয়োগকৃত পরিচ্ছন্নতাকর্মীরা দৈনিক ৫৭৫ টাকা হারে মজুরি প্রাপ্য হবেন এবং তাদের চাকরি নিয়মিতকরণ বা স্থায়ীকরণের কোনো সুযোগ না থাকাসহ মোট ছয়টি শর্তে এ নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯মে/পিআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা