সাভারে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৩:৪৪
অ- অ+

ঢাকার সাভারে ১০ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

বুধবার সকালে ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাতে সাভার পৌরসভার শিমুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. জাহাঙ্গীর হোসেন তিনি যশোরের কোতয়ালী থানার সাজি আলী এলাকার মৃত হাতেম আলীর ছেলে। বর্তমানে সে সাভারের জামসিং এলাকার ভাড়ায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. আমিনুল ইসলাম ও সঙ্গীও ফোর্সসহ সাভারের শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামে ওই মাদক কারবারিকে আটক করে এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজাসহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সিঁড়ির নিচ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

এ ব্যাপারে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি জাহাঙ্গীর স্বীকার করেছে দীর্ঘদিন যাবত তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। পরে সাভার মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

(ঢাকাটাইমস/৩১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা