সিঁড়ির নিচ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৩:০২
অ- অ+

ঢাকার সাভারে একটি বাড়ির সিঁড়ি কোঠা থেকে ববিতা আক্তার (৩৫) নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ৮ টার দিকে সাভার পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্যাংক কলোনী মহল্লার অ্যাসেড স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ববিতার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ব্যাংক কলোনীর ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

(ঢাকাটাইমস/৩১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা