রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৫:০০
অ- অ+

নওগাঁর রাণীনগরে জোসনা বিবি (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ মর্গে পাঠনো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার পারইল ইউনিয়নের রাতলাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ জোসনা বিবি রাতলাই গ্রামের প্রবাসী রহিদুলের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধু জোসনা কয়েকদিন আগে তার গ্রামের এক ব্যক্তির কাছ থেকে খাবারের চাল করার জন্য বাকিতে ১২ মণ ধান কিনেন। সোমবার ওই ব্যক্তি ধানের টাকা নেওয়ার জন্য জোসনার বাড়িতে যান। এ সময় গৃহবধূ ও ওই ব্যক্তিকে একঘরে দেখে পরকীয়া সন্দেহ করে শ্বশুর গৃহবধূকে গালিগালাজ শুরু করেন। পরদিন মঙ্গলবার সকালেও গৃহবধূর সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের ঝগড়া হয়। এরপর বিকালে গৃহবধূর স্বামী প্রবাসী রহিদুল তার স্ত্রীর সঙ্গে কথার বলার জন্য ছেলেকে ফোন করেন। এরপর ছেলে মাকে ঘরে না পেয়ে বাহিরে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির রান্না ঘরের বাঁশের তীরের সাথে মাকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে গৃহবধূ জোসনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা