কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০২৩, ১১:৪৬ | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১০:০০

নিয়মনীতিকে তোয়াক্কা না করে প্রায় ৬ বছর যাবত একই উপজেলায় চাকরি করে আসছেন মাদারীপুরের কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার। এ সুযোগে তিনি জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল ও ছাগল বিতরণসহ বিভিন্ন অনিয়ম করার সাহস পাচ্ছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দায়ের করেছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা।

মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার গত ২০১৭ সালের ৩ ডিসেম্বর কালকিনিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। একই স্থানে কোনো কর্মকর্তা তিন বছরের বেশি সময় চাকরি করার ব্যাপারে বিধান না থাকলেও তিনি নিয়মনীতিকে তোয়াক্কা না করে উপর মহলকে ম্যানেজ করে প্রায় ৬ বছর যাবত একই উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন। এ সুযোগে তিনি জাটকা শিকার বন্ধকালীন সরকারি খাদ্য সহায়তা হিসাবে প্রতি মাসে জেলেপ্রতি ভিজিএফের চাল বিতরণের তালিকা তৈরি করা এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ঘর বিতরণের ঘটনায় ব্যাপক অনিয়ম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি দীর্ঘ বছর একই উপজেলায় চাকরি করায় চাল ও ছাগল বিতরণসহ বিভিন্ন অনিয়ম করার সাহস পাচ্ছেন বলে এলাকাবাসীর দাবি। এদিকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দায়ের করেছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা।

রবিউল ও আক্কাসসহ বেশ কয়েকজন জেলে অভিযোগ করে বলেন, ‘আমরা প্রায় ৩০ বছর যাবত মাছ ধরে আসছি। অথচ আমরা চাল পাইনি। যারা জেলে না তারাও মৎস্য অফিসের কাছের লোক হওয়ায় তারা চাল পেয়েছে।’

মাসুম মৃধা ও হালিম সরদার বলেন, ‘আমরা ছাগল পেয়েছি। তবে রোগা ও আকারে অনেক ছোট। এখন ছাগলের ডাক্তার দেখাতে দেখাতে আমরা শেষ এবং রোগা ছাগল দেয়ায় অনেকের ছাগল মরে গিয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সচেতন ব্যক্তি বলেন, ‘উপজেলা মৎস্য অফিসার দীর্ঘ বছর যাবত এখানে চাকরি করায় তার শেকর গজিয়েছে। তাই তিনি বিভিন্ন অনিয়ম করতে সাহস পাচ্ছেন।’

অভিযোগের বিষয়ে সন্দীপন মজুমদার বলেন, ‘আমার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমি কোনো অনিয়নের সঙ্গে জড়িত নই। আর ঊর্ধ্বতন অফিসাররা আমাকে এখানে রাখলে কি করার আছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, ‘উপজেলা মৎস্য অফিসার সন্দীপনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১ জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :